Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে কাটখাল

আয়তন- ২৪.৭১ বর্গ কিঃমিঃ

মোট জনসংখ্যা- ১৮৯৯৫ জন

মৌজার সংখ্যা- ৮টি

গ্রামের সংখ্যা- ৯টি

ইউনিয়ন পরিষদ- ১টি, ৫ কক্ষ বিশিষ্ট ১তলা ভবন।

উচ্চ বিদ্যালয়- ১টি,

সরকারী প্রাথমিকবিদ্যালয়- ১০টি,

বাজার - ১ টি,

ব্যাংক- জনতা ব্যাংক, ব্যাংক এশিয়া,

এনজিও সংস্থা- ২ টি।

কাটখাল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র-৩ টি,

পশু হাসপাতাল-০ টি,

পোস্ট অফিস-১ টি,

কওমী মাদ্রাসা-১ টি,

মসজিদ-৩৬ টি,

ঈদগাহ-৯ টি,

কবরস্থান-৯ টি,

মন্দির-১ টি,

আশ্রম-১টি।

যোগাযোগ ব্যবস্থা:

এটি কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার দূর্গম একটি ইউনিয়ন পরিষদ। কাটখাল ইউনিয়ন পরিষদের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে সুরমা ও কুশিয়ারার মিলিত স্রোত কালনী নদী। নদীটি পরিষদকে দুটি ভাগে বিভক্ত করেছে। কিশোরগঞ্জ জেলা বা মিঠামইন উপজেলা থেকে সড়ক পথে কোন যোগাযোগ ব্যবস্থা নেয়। নদী পথে কাটখাল ইউনিয়ন পরিষদ হতে মিঠামইন উপজেলায় যেতে সময় লাগে ২ ঘন্টা এবং কিশোরগঞ্জ জেলা সদরে যেতে সময় লাগে ৩ ঘন্টা। ইউনিয়নের এক গ্রাম থেকে আরেক গ্রামে বর্ষা মৌসুমে নৌকা যোগে এবং শুকনা মৌসুমে পায়ে হেঁটে যোগাযোগ করতে হয়।

ইউনিয়ন পরিষদের গঠন কাঠামোঃ

ইউনিয়ন পরিষদ একজন চেয়ারম্যান এবং ১২(বার) জন সদস্য নিয়ে গঠিত। যাদের ৯(নয়) জন সাধারণ আসনের সদস্য এবং ৩(তিন) জন সংরক্ষিত মহিলা আসনের সদস্য। চেয়ারম্যান এবং সদস্যগণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন।

ইউনিয়ন পরিষদের কার্যাবলীঃ

ইউনিয়ন পরিষদের প্রধান কার্যাবলী নিম্নরুপ, যথা-

(ক) প্রশাসন ও সংস্থাপন বিষয়াদি।

(খ) জন শৃঙ্খলা রক্ষা।

(গ) জনকল্যাণ কার্য সম্পর্কিত সেবা এবং

(ঘ) স্থানীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়ন।

বর্তমান চেয়ারম্যানঃ

কাটখাল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জনাব তাজুল ইসলাম।

পিতা- কুরবান আলী, গ্রাম- শান্তিপুর।

তিনি ২০১৬ সালে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন।

ইউনিয়ন পরিষদের  সদস্য বৃন্দঃ

১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য-

জনাবা

স্বামী-মিন্নত আলী

মাতা-সূর্য্য বান

গ্রাম- হাসিমপুর

মোবাঃ 01739-76724

৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য-

জনাবা মিনা খাতুন (ময়না)

স্বামী-আব্দুল কাদির

মাতা-মৃত সবমেহের নেছা

গ্রাম-সাহেবনগর

মোবাঃ 01712-643346

৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য-

জনাবা শিরীনা আক্তার        

স্বামী –মোঃ শাহ্জাহান

মাতা-মোছাঃ জহুরা খাতুন

গ্রাম- কাকুয়া

মোবাঃ 01747-444015

১ নং ওয়ার্ডের সাধারণ সদস্য-

জনাব মোঃ বিল্লাল হোসেন

পিতা- জাহের মিয়া

মাতা-রাবেয়া আক্তার

গ্রাম- ছত্রিশ

মোবাঃ 01722-452663

২ নং ওয়ার্ডের সাধারণ সদস্য-

জনাব মোঃ আম্বর আলী মীর

পিতা- মৃত কিতাব আলী মীর

মাতা- ফুলজানের নেছা

গ্রাম- ঢালারগাঁও

মোবাঃ 01727-425354

৩ নং ওয়ার্ডের সাধারণ সদস্য-

জনাব অলেক মিয়া

পিতা- সুজাত আলী

মাতা- দিলবরের নেছা

গ্রাম-খৈশর

মোবাঃ 01750-013439

৪ নং ওয়ার্ডের সাধারণ সদস্য-

জনাব মোঃ হযরত আলী

পিতা- মৃত তালেব আলী

মাত- মৃত ফুল বানু

গ্রাম-শান্তিপুর

মোবাঃ 01762-221838

৫ নং ওয়ার্ডের সাধারণ সদস্য-

জনাব মোঃ জাকারিয়া আলম

পিতা- মৃত শফিকুল আলম

মাতা- জাহানারা আলম

গ্রাম-কাটখাল

মোবাঃ 01737-975817

৬ নং ওয়ার্ডের সাধারণ সদস্য-

জনাব মোঃ ইদ্রিছ মিয়া

পিতা- মৃত মালু মিয়া

মাতা- সূর্য্যবানের নেছা

গ্রাম- সাহেবনগর

মোবাঃ 01732-547070

৭ নং ওয়ার্ডের সাধারণ সদস্য-

জনাব আব্দুল লতিফ

পিতা-মৃত সফর আলী

মাতা- লক্ষুর নেছা

গ্রাম-চর কাটখাল

মোবাঃ 01723-452423

৮ নং ওয়ার্ডের সাধারণ সদস্য-

জনাব মোঃ হেলাল উদ্দিন

পিতা- হাসেন আলী

মাতা- সুফিয়া খাতুন

গ্রাম-কাকুয়া

মোবাঃ 01744-903177

৯ নং ওয়ার্ডের সাধারণ সদস্য-

জনাব মোঃ ইসহাক মিয়া

পিতা-আব্দুল বারেক

মাতা- সালেহা খাতুন

গ্রাম-বিশোরীকোণা

মোবাঃ 01732-614010


পুরাতন চেয়ারম্যানগণের নামের তালিকাঃ

(১) জনাব মোঃ হাসান আলী মাস্টার

(২) জনাব মোঃ আব্দুল হাসিম

(৩) জনাব মোঃ মাঞ্জু মিয়া

(৪) জনাব মোঃ আব্দুল গফুর-১৯৭৩

(৫) জনাব মোঃ আব্দুল আজিজ-১৯৭৭

(৬) জনাব রইছ উদ্দিন আহমেদ-১৯৮৪

(৭) জনাব নুরূল ইসলাম-১৯৮৮

(৮) জনাব রইছ উদ্দিন আহমেদ-১৯৯২

(৯) জনাব মোঃ মতিউর রহমান-১৯৯৮

(১০) জনাব রইছ উদ্দিন আহমেদ-২০০৩

(১১) জনাব রইছ উদ্দিন আহমেদ-২০১১  

মাসিক কার্যক্রমঃ

(১) ইউনিয়ন পরিষদে প্রতি মাসে একবার সাধারণ মাসিক সভা অনুষ্ঠিত হয়।

(২) ভিজিডি কার্ডধারী মহিলাদের মধ্যে ভিজিডির চাল /গম বিতরণ করা হয়।

(৩) প্রতি সপ্তাহে ২ দিন গ্রামীণ শালিশ মিমাংসা করা হয়।

(৪) প্রতি মাসে কমপক্ষে ২টি স্ট্যান্ডিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।

(৫) প্রতিমাসে অন্তত একটি ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়।


বাজেট-

প্রস্তাবিত আয়- ৪৮,১২,৮০০ টাকা।

প্রস্তাবিত ব্যয়- ৪৮,০০,৮০০ টাকা।

বাজেট উদ্বৃত- ১২,০০০ টাকা।


পঞ্চবার্ষিকী পরিকল্পনা-

(১) কাটখাল বাজার সম্প্রসারণ

(২) পুলিশ ইনভেস্টিগেশন সেন্টার স্থাপন।

(৩) কাটখাল বাজারের সাথে প্রত্যেকটি গ্রামের সংযোগ রাস্তা তৈরী করা।

(৪) শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংখ্যক আসবাবপত্র সরবরাহ।

(৫) শতভাগ স্যানিটেশন নিশ্চিত করা।

(৬) বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা।

(৭) শিক্ষার মান বৃদ্ধিকরণ, জনসংখ্যা নিয়ন্ত্রন।

(৮) কৃষি উৎপাদন উন্নয়নের লক্ষে সেচ ব্যবস্থা নিশ্চিত করা।

(৯) আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখা।

(১০) মদ, গাজা, জুয়া ইত্যাদি অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।

(১১) প্রতিটি জাতীয় দিবস উদযাপন।

(১২) গ্রামীণ প্রতিরক্ষা দেয়াল নিমার্ণ।


গ্রাম পুলিশদের নামের তালিকা নিম্নরুপ:

(১) জনাব মোঃ শাহজাহান (ভারপ্রাপ্ত দফাদার)

(২) জনাব মোঃ আব্দুস সাত্তার(১)-গ্রাম পুলিশ ১নং ওয়ার্ড

(৩) জনাব আব্দুল করিম-গ্রাম পুলিশ ২নং ওয়ার্ড

(৪) জনাব আ: ছাত্তার(২)-গ্রাম পুলিশ ৩নং ওয়ার্ড

(৫) জনাব সিদ্দিক